আরিফ হোসেন, বামনহাট, ৮ই জানুয়ারী: বামনহাট যুব সংঘের পরিচালনায় ও ব‍্যবস্থাপনায় বামনহাট যুব সংঘ ময়দানে শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি মুক্ত মঞ্চে চারদিন ব‍্যাপী এক বিরাট সঙ্গীতানুষ্ঠান ও নৃত‍্যানষ্ঠান এর আয়োজন করা হয়েছে। গত ৬ই জানুয়ারী থেকে আরম্ভ হয়েছে চলবে ৯ই জানুয়ারী পর্যন্ত।

তৃতীয়দিনের এই অনুষ্ঠান বেশ জমে উঠেছে। নৃত্য, সংগীত, নাটক এবং প্রদর্শনী ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়। এছাড়াও, স্বেচ্ছায় রক্তদান শিবির ও গরীব দুঃস্থ মানুষদের শীতের দিনে পাশে থাকতে বস্ত্র বিতরন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে  জি বাংলার আকর্ষনীয় অনুষ্ঠান সারেগামাপা খ‍্যাত শিল্পীদের আমন্ত্রিত করা হয়। তাদের পারফরমেন্স অনুষ্ঠান অন‍্য মাত্রায় পৌঁছায়।

বামনহাট যুব সংঘের এরুপ উদ‍্যোগের প্রশংসা করে স্থানীয়  মানুষরা জানিয়েছে, যুব সংঘের এরুপ উদ‍্যোগ  আমাদের  সংস্কৃতিকে সমৃদ্ধ করবে।