Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা দিতে এগিয়ে এলো মুক্তবীণা



‘পৌষ’ হাড় কাঁপানো শীতের মাস আর এই শীতে “শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা” দিতে বুধবার ০৮/০১/২০২০ কোচবিহার জেলার মাথাভাঙ্গা মকুমার ১২ নম্বর ওয়ার্ড এ ঘুরে ঘুরে ১৫ টি শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে “মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার সদস্য বৃন্দ"।

মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার সম্পাদক সাবিনুল হক বলেন , আমরা যারা ভালো অবস্থায় আছি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে অসহায় দুস্থ মানুষ কাঁপছে পৌষ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের।

সম্পাদক আবেদন রেখেছেন- "আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছেন একইসময় এসব শীতার্ত মানুষগুলো তখনো আপনার অপেক্ষায় আছে। আশায় আছে সমাজের স্বচ্ছল বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন। আসুন সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়।"

তিনি আরও বলেছেন- "সবাইকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ করছি। সবাই এগিয়ে আসুন। আপনার সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ, একটি দরিদ্র পরিবার। "

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code