প্রিপ্রাইমারি থেকেই স্কুলপড়ুয়াদের খেলাধুলার বিষয়ে উৎসাহ জোগাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ এক্ষেত্রে আরো এক নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ৷ সূত্রের খবর খেলাধুলার প্রতি স্কুল পড়ুয়াদের বাড়তি উৎসাহ জোগাতে উৎসাহ ভাতা দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷

শহর, শহরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামীণ এলাকার স্কুলগুলির ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই উৎসাহ ভাতা ফলপ্রসূ হবে বলেই মনে করছেন শিক্ষা দপ্তরের কর্মকর্তারা৷

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবিষয়ে ইতিমধ্যেই খসড়া রিপোর্টও জমা পড়েছে এবং শীঘ্রই স্কুল ক্রীড়ানীতি হিসেবে তার প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে৷

নতুন এই ক্রীড়ানীতি অনুসারে- ১। জেলা এবং রাজ্যস্তরে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঠিক হয়েছে৷
২। শুধু তাই নয়, খেলাধুলোয় অংশ নিলেই উৎসাহ ভাতার পাশাপাশি কৃতী খেলোয়াড়দের আরও বাড়তি কিছু সুযোগ সুবিধা দিতেও উদ্যোগী দপ্তর৷

৩। জাতীয়স্তরের ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারী কৃতী বা সফল পড়ুয়াদের পরীক্ষার নম্বরে ছাড় দেওয়া হতে পারে ৷

৪। খেলাধুলায় অংশগ্রহণকারী পড়ুয়াদের স্কুলে হাজিরার ক্ষেত্রেও ছাড় থাকবে বলে জানাগেছে৷

৫। খেলাধুলো বা কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কেউ পরীক্ষা দিতে না পারলে, স্কুলগুলিকে সেই পড়ুয়ার জন্য পরে পৃথক ব্যবস্থা করতে হবে৷ 

৬। এছাড়াও কোনও প্রতিযোগিতায় প্রতিযোগীদের চোট-আঘাত লাগলে তার চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে৷

সবমিলিয়ে বিদ্যালয় স্তরের ক্রীড়া সংস্কৃতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে বলে জানা গেছে।