Latest News

6/recent/ticker-posts

Ad Code

উদ্বোধনের দুই বছরের মধ্যে ভেঙ্গে পড়লো নীলসাদা জলের ট্যাঙ্ক

উদ্বোধন হওয়ার প্রায় দু’বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ল নীল-সাদা রঙের জলের ট্যাঙ্ক৷ জলের ট্যাঙ্ক পুরোপুরি ধ্বসং হয়ে গেলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ 

জনস্বাস্থ কারিগরি দপ্তরের জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়াকে কেন্দ্র করে প্রশ্নের মুখে নির্মাণ সংস্থার ভূমিকা৷ তড়িঘড়ি তদন্ত কমিটি গঠনের নির্দেশ জনসাস্থ কারিগরি মন্ত্রীর৷ জানা গিয়েছে, আজ দুপুরে হঠাৎ বাঁকুড়া সারেঙ্গা ফতেডাঙায় রাজ্য জনস্বাস্থ কারিগরি দপ্তরের একটি জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ তৈরি দু'বছরের মধ্যেই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা৷ 

কলকাতা ২৪ সূত্রে জানাগেছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ঐ জলপ্রকল্পের কর্মী সাগুন মুর্ম্মু বলেন, মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে প্রবল শব্দে ঐ জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ে। আরেক প্রত্যক্ষদর্শী অর্চণা হেম্ব্রমের কথায়, বিকট আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখি জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ছে। দীর্ঘদিন এই জলই তাঁরা পানীয় হিসেবে ব্যবহার করতেন। এবার তাঁদের সমস্যায় পড়তে হবে বলে তিনি জানিয়েছেন। 

উদ্বোধনের দু'বছরের মধ্যে কীভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল? তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷  রাজ্যের কারিগরিমন্ত্রী সাফ জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে, কীভাবে নির্মাণের দু'বছরের মধ্যে ভেঙে পড়ল৷ তদন্ত কমিটি গঠন করে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ গাফিলতি কার সেটাও দেখা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code