উত্তরের গুণী সুজন মিনতি রায়
শুভাশিস দাশ
আজ এই গুণী সুজন বিভাগে যাঁকে নিয়ে লেখা তিনি উত্তরের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী মিনতি রায় ।
ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছেন উত্তরের এই সময়ের অন্যতম ভাওয়াইয়া এই শিল্পী । বাবা প্রয়াত উমা কান্ত বর্মন উত্তরের আর এক বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ছিলেন । যিনি পরবাসু নামে পরিচিত এতদঞ্চলে ।
মিনতি রায় আকাশ বাণী শিলিগুড়ির এ গ্রেড আর্টিস্ট ।
বাবার লেখা গান ওকে বেশি টানে । উত্তরের কৃষ্টি কে লালন করছেন অনেক দিন ।
পুরস্কারের সংখ্যা খুব বেশি না হলেও তাঁর গান মানুষকে টানে । তাঁর কথায় মানুষের ভালবাসাই সবচেয়ে দামি পুরস্কার ।
মিনতি রায় দীর্ঘদিন আমাদের মাঝে তাঁর সুর ছড়িয়ে দিন এই কামনা আমাদেরও ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊