সংবাদ একলব‍্য, ওকড়াবাড়ী, ২২শে জানুয়ারী: গত ১২ই জানুয়ারী মাধ‍্যমিক স্তরের ফলাফল প্রকাশের পর এদিন উচ্চ মাধ‍্যমিক স্তরের ফলাফল প্রকাশ করলো CIRCLE । এদিন একটি প্রেস বিবৃতিতে CIRCLE এর সদস‍্য দীপক বর্মন, CIRCLE এর CEO আরিফ হোসেন ও সভাপতি আব্দুল রফিক মহাশয় উচ্চ মাধ‍্যমিক স্তরের ফলাফল করেন। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রথম পাঁচটি র‍্যাংকে থাকা ১২জন ছাত্র ছাত্রীর নাম ঘোষনা করা হয়। CIRCLE এর CEO আরিফ হোসেন জানান, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের এই মেধা পরীক্ষা আগামীদিনে সারা উত্তরবঙ্গে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী। খুব শীঘ্রই CIRCLE AWARD 2019 এর তারিখ ঘোষনা করা হবে, এই অনুষ্ঠানেই বিভিন্ন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে সংবর্ধনা ও স্কলারশিপ দেওয়া হবে। 

ফলাফল জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন-