মেখলিগঞ্জে সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিবস। মেখলিগঞ্জ রামকৃষ্ণ মঠের উদ্যোগে সকালবেলা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

 মেখলিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নৃপেন্দ্রনারায়ন মেমোরিয়াল হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে নর্থ বেঙ্গল সায়েন্স এন্ড কালচারাল সোসাইটির উদ্যোগে কথা ও গান মঞ্চে সারাদিন ব্যাপী অনুষ্টানের আয়োজন করা হয়।

 মেখলিগঞ্জ বিবেকানন্দ যুব পাঠচক্রের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে গান ও আলোচনার পাশাপাশি সমবেত প্রার্থনা ও মনঃসংযোগ করানো হয়। পল্টন শীল শর্মা 'স্বামী বিবেকানন্দের ছেলেবেলা', বনমালী দাস 'স্বামী বিবেকানন্দের কর্মজীবন', অভিজিৎ বিশ্বাস 'স্বামীজীর থেকে আমরা কি শিখতে পারি' শুভ চন্দ 'স্বামী বিবেকানন্দ ও ভারতবর্ষ' নিয়ে আলোচনা করেন। সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেখলিগঞ্জ আজ জমজমাট চেহারা লাভ করেছিল।