Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গাপুর ইস্পাত কারখানায় ব্লাস্ট ফার্নেসে দুর্ঘটনা-মৃত ৫ শ্রমিক


দুর্গাপুর ইস্পাত কারখানায় ব্লাস্ট ফার্নেসে দুর্ঘটনা। আইডি ফ্যান বিস্ফোরণের ফলে ঝলসে গেলেন ৫ শ্রমিক। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। রবিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনার পরই শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন।


রবিবার বেলা ১১টা নাগাদ হঠাৎই ফেটে যায় ব্লাস্ট ফার্নেসের আইডি ফ্যান। তরল ধাতু ছিটকে আহত হন ৫ জন শ্রমিক। আহত সুজয় ঘটক, সঞ্জিত কুণ্ডু, মণীষ নিমা, সুব্রত বালা ও নাসির আলমকে সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে কারখানার হাসপাতালে। দগ্ধরা প্রত্যেকেই সিডিআই বিভাগের কর্মী বলে জানা গিয়েছে। পরে সেখান থেকে গুরুতর দগ্ধ ৪ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করেছে কারখানা কর্তৃপক্ষ। কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code