দুর্গাপুর ইস্পাত কারখানায় ব্লাস্ট ফার্নেসে দুর্ঘটনা। আইডি ফ্যান বিস্ফোরণের ফলে ঝলসে গেলেন ৫ শ্রমিক। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। রবিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনার পরই শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন।
রবিবার বেলা ১১টা নাগাদ হঠাৎই ফেটে যায় ব্লাস্ট ফার্নেসের আইডি ফ্যান। তরল ধাতু ছিটকে আহত হন ৫ জন শ্রমিক। আহত সুজয় ঘটক, সঞ্জিত কুণ্ডু, মণীষ নিমা, সুব্রত বালা ও নাসির আলমকে সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে কারখানার হাসপাতালে। দগ্ধরা প্রত্যেকেই সিডিআই বিভাগের কর্মী বলে জানা গিয়েছে। পরে সেখান থেকে গুরুতর দগ্ধ ৪ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করেছে কারখানা কর্তৃপক্ষ। কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊