দীপিকা পাড়ুকোনের মুকুটে নতুন পালক। সোমবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন তিনি। মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে এই পুরস্কারে পুরস্কীত হলেন অভিনেত্রী।

পুরস্কার গ্রহণ করতে গিয়ে তাঁর ভাষণে দীপিকা নাগরিক অধিকাররক্ষা আন্দোলনের নেতা মার্টিন লুথারের বক্তব্য উদ্ধৃত করে বলেন, মার্টিন লুথার কিংয়ের ভাষায়, পৃথিবীতে যা কিছু করা হয়, তা আশা নিয়েই করা হয়।

দীপিকা বলেছেন, বেঁচে থাকা, ভালোবাসা ও হাসিখুশি থাকা আমার ব্যক্তিগত জীবন দর্শন।