গত একমাসে দিনহাটা শহরের বুকে দিনের আলোয় প্রায় ৫-৬টি বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটলেও এখনো অধরা চোর। স্বাভাবিক ভাবেই দিনহাটার সাধারণ মানুষেরা বিশয়টি নিয়ে যেমন চিন্তিত তেমনি পুলিশের ব্যর্থতায় ক্রমশ ক্ষোভ বাড়ছে।

গত ২৮ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে দিনহাটা শহরের 6 নম্বর ওয়ার্ডে। দিনহাটা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীলা মজুমদারের বাড়িতে ঘটনা ঘটেছে। প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
গত ৩১ ডিসেম্বর সোমবার দুপুরে দিনহাটা শহরের রংপুর রোডের ১৪ নম্বর ওয়ার্ডে সুজিত পালের বাড়িতে চুরির ঘটনা ঘটে।  ঘরের আলমারি শোকেস ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা প্রচুর স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়।

গতকাল ১ জানুয়ারি দিনহাটা স্টেশন পাড়ায় সন্ধ্যাতেই চুরির ঘটনা ঘটে । নতুন বছরে সপরিবারে ঘুরতে যাওয়ায় ফাঁকা বাড়ি পেয়ে ঘোর সন্ধ্যায় চুরি যায় টাকা-পয়সা সহ কয়েক লাখ টাকার সম্পত্তি।

দিনহাটা স্টেশন পাড়ার বাসিন্দা গণেশ সাহার বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনায় গতকাল স্থানীয় মানুষেরা বিধায়ক উদয়ন গুহকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন। বিধায়ক দ্রুত ব্যবস্থা নেবারও আশ্বাস দেন।

গতকাল রাতেই তিনি স্যোশাল মিডিয়াতে জানান- 'অনবরত দিনহাটায় দিনের আলোয় চুরি/ডাকাতি, মানুষকে নিরাপত্তা দিতে দিনহাটা থানার ব্যর্থতার প্রতিবাদে আগামীকাল বেলা ১২ টায় থানায় গন ডেপুটেশন।" ১১.৩০ টায় পৌরসভায় নাগরিকদের উপস্থিত হওয়ার জন্যও বলেন তিনি।