সুজাতা ঘোষ, বাগডোগরা:
জাতির জনক মহাত্মা গান্ধী সব সময় স্বচ্ছতার উপর জোর দিতেন। তিনি বলতেন, শুধুমাত্র স্বচ্ছতাই আমাদের সুস্থ ও সমৃদ্ধশালী জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। গান্ধীজির সেই স্বপ্নের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার গত ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। অভিযানের লক্ষ্য জঞ্জালমুক্ত পরিষ্কার ভারত গড়া। এই অভিযানের আওতায় রয়েছে দেশের সমস্ত গ্রাম ও শহর এলাকা। সরকারি কর্মচারী এবং স্কুল-কলেজের ছাত্ররা অভিযানে সামিল হবেন। এই পরিকল্পনাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার প্রতিজ্ঞা করা হয়েছিল। কেবলমাত্র দেশভক্তিই হবে স্বচ্ছ ভারত অভিযানের চালিকা শক্তি।
আজ সেই স্বচ্ছ ভারত অভিযানে সামিল হল শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
উপস্থিত ছিলেন শিলিগুড়ি শিক্ষক- শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ড. বিভূতিভূষণ সারেঙ্গী , ড.নিতা মিত্র ,ড.ঋতুপর্ণা বসাক (দাশগুপ্ত) ড.নিত্য গোপাল মন্ডল, ড. রত্না নন্দী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কনাদ দত্ত, সৌরভ দাস ও শুভাশিস কুন্ডু , এছাড়াও উপস্থিত ছিলেন দ্বিতীয় অর্ধবর্ষ ও চতুর্থ অর্ধবর্ষের ছাত্র-ছাত্রী ও শিক্ষাকর্মীরা।
সকাল ১১.৩০ থেকে শুরু করে প্রায় ১টা পর্যন্ত অর্থাৎ টানা ১.৩০ ঘন্টা এই অভিযান চলে বলে জানা যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊