SER-23, বাঁকুড়া, ১৮জানুয়ারী : বিশিষ্ট সমাজসেবী তথা দুর্লভপুর আনন্দমার্গ স্কুলের প্রাণ পুরুষ স্বর্গীয় পার্থ চট্ট্যরাজের ৪৪ তম জন্মতিথি উপলক্ষ্যে আজ এক চিকিৎসা শিবির এবং এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় দুর্লভপুরে । এদিন সকাল নয়' টার সময় পার্থ চট্ট্যরাজ স্মৃতি শীল্ডের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ।এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দমার্গ প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য্য তন্ময়ানন্দ অবধূত মহাশয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাঁটি ব্লকের বি.এল.আর.ও বাপি হালদার মহাশয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাজল ঘাঁটি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপাতি নিমাই মাঝি মহাশয় সহ আরো অনেকে ।

এর পর সকাল দশ' টার সময় আনন্দমার্গ প্রচার সংঘের সদস্য আচার্য্য নির্মল শিবানন্দ অবধূত মহাশয়ের সভাপতিত্বে বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় ।এতে প্রধান অতিথির আসনে উপবেষ্টিত ছিলেন Essar oil and Gas E and P ltd.এর জি.এম দেবজিৎ কর মহাশয় এবং যাদবপুর ইউনি ভারসিটির প্রাক্তন অধ্যাপক ড:পরিমল দেবনাথ মহাশয় প্রমুখ । 

এই চিকিৎসা শিবিরে ডা:কৌশিক সুর , ডা:জগব্ন্ধু ঘোষ, মৃণাল ক্রান্তি রায় , ডা:বন্ধন দে সহ আরো অনেকের তত্ত্বাবধানে প্রায় ৭৩০ জন রোগী চিকিৎসা করন। 

আনন্দমার্গ স্কুলের আচার্য্য সত্যানিষ্ঠানন্দ অবধূত জানান , আমরা মানুষের পাশে থাকতে পেরে ও তাদের সেবা করতে পেরে নিজেদেরকে ধন্য মনেকরি ।