![]() |
pic source: indian express |
আবার পথ দেখাল কেরল। ধর্মের নামে মানুষকে বিভাজিত করার অভিযোগের মধ্যেই অনন্য নজির সৃষ্টি করল রাজ্যের একটি মসজিদ। সেখানেই আয়োজিত হল হিন্দু বিয়ে।
রবিবার এই অনন্য ঘটনার সাক্ষী থাকল আলাপুঝার চেরুভাল্লি মুসলিম জামাত মসজিদ।
মসজিদের আয়োজন করা এই বিয়ের অনুষ্ঠানেই চার হাত এক হল বর শরৎ আর কনে অঞ্জুর। সেইমতো সাজানো হয়েছিল মসজিদ। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়েরই অতিথি। তাঁদের জন্য ছিল কেরলের ঐতিহ্যবাহী নিরামিষ ভোজও।
স্থানীয় সূত্রে খবর, অঞ্জুদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেই কারণে মসজিদ কমিটির কাছে সাহায্য চেয়েছিলেন অঞ্জুর মা। মেয়ের বিয়ের আয়োজন করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊