বিভিন্ন সময়ে একাধিক অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নেয়। ভোট পেরিয়েই অনেকে নিজেদের ত্রুটিমুক্ত করতে চেষ্টা চালায়। সাম্প্রতিক অতীতে এমন ঘটনার নজির রয়েছে। এদেশে এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। আইনের এই ফাঁকের সুযোগ নিয়েই দিনের পর দিন রাজনৈতিক দলগুলির ছত্রছায়ায় থেকে ভোটে দাঁড়ায় অভিযুক্তরা।

তবে অভিযুক্তরা যাতে কোনওমতেই নির্বাচনে অংশ নিতে না পারে তা নিশ্চিত করুক আদালত। এই মর্মে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল নির্বাচন কমিশন। 

সব দিক মাথায় রেখেই এবার তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। কোনও অপরাধে অভিযুক্ত হলেই ওই ব্যক্তি আর যাতে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে যাতে রাজনৈতিক দলগুলি নির্বাচনে অপরাধমূলক ঘটনায় জড়িত ব্যক্তিকে প্রার্থীপদ না দেয়। সেক্ষেত্রে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশনামার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে ভোটে দাঁড়ানো প্রার্থীরা তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ থাকলে তা সর্বসমক্ষে জানাতে বাধ্য ছিলেন। কিন্তু এই নির্দেশ সত্ত্বেও কাজের কাজ হয়নি। আর সেজন্যই ফৌজদারি অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের যাতে দলগুলি ভোটের টিকিট না দেয়, সে জন্যই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছে।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।