![]() |
pic source: fb |
ধর্না, অনশন, বিক্ষোভ কর্মচূরির পর এসএসকে ও এমএসকে শিক্ষকদের দাবি-দাওয়া বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সরকারের তরফ থেকে বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনা করে পরে একটি নির্দেশিকা জারি করা হয়৷
আগেই নোটিশ জারি করা হয়েছিল ,যে সমস্ত SSK এবং MSK শিক্ষকরা ,প্যারা টিচার্সদের মতন বেনিফিট নিতে চান তাঁদেরকে অপশন জমাকরতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে। কিন্তু কি কি সুবিধা পাবেন, সেই নিয়ে ঐ নির্দিশিকায় কিছু বলা ছিল না। এবার ঐ ,আগের নির্দিশিকার ধোঁয়াশা দূর করতে নতুন ক্লারিফিকাশন জারি করল স্কুল শিক্ষা দপ্তর । কি রয়েছে এই নতুন নির্দিশিকায়।
1) ৬০ বছর অব্দি কাজ করতে পারবেন।
2) বেতন বাড়ানো হবে ,
যথাক্রমে প্ৰাইমারী 10,000
আপার প্ৰাইমারী ক্ষেত্রে 13,000
এবং স্পেশাল এডুকেটর 12,500
3) Professional Qualification বাড়ানো হবে (odl mode d.el.ed)
4) EPF এর আওতায় আনা হবে।
5 ) 10 % সংরক্ষিত থাকবে প্ৰাইমারী প্যারা টিচার্স দের জন্য ,প্রাথমিক শিক্ষক নিয়োগ এর ক্ষেত্রে।
6) স্বাস্থ্য সাথী স্কিম এর আওতা ভুক্ত করা হবে।
7) ছুটি নিয়ে জানানো হয়েছে বছরে ক্যাজুয়াল লিভ ১৪ দিন, মেডিক্যাল লিভ একটানা ২০ দিন পর্যন্ত ও মাতৃত্বছুটি ১৮০ দিন, মিসক্যারেজ জনিত ছুটি ৬ সপ্তাহ, শিশু-সন্তান দত্তক সংক্রান্ত ছুটি ১৩৫ দিন ধার্য করা হয়েছে৷
1 মন্তব্যসমূহ
Please upload full copy and also office memo no 07/Mission-432/2019 dated 02.01.2020
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊