Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতা চান মুসলমানদের ভোট, বিজেপি চান হিন্দুদের ভোট-আমরা চাই মানুষের সমর্থন-কৌস্তভ চ্যাটার্জ্জী



কোচবিহারে আজ অনুষ্ঠিত হলো জেলার ২৪ তম জেলা সন্মেলন। 

উপস্থিত ছিলেন এস এফ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক কৌস্তভ চ্যাটার্জ্জী , রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, রাজ্য কমিটির সদস্য আকীক হাসান, জেলা সম্পাদক প্রণয় কার্য্যী প্রমূখ নেতৃত্ব। সভাপতিত্ব করেন কৌশিক ঘোষ। 

এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড কৌস্তভ চ্যাটার্জ্জী বলেন- "মমতা চান মুসলমানদের ভোট, বিজেপি চান হিন্দুদের ভোট-আমরা চাই মানুষের সমর্থন"

বেলা ১ টায় সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে সন্ধ্যায় একটি মশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। চলবে আগামীকালকেও। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code