সুজাতা ঘোষ, বাগডোগরা: আজ শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ে ৩১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া শতদল ঘোষ মহাশয়া ,তিনিই এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তিনি  স্বাগত ভাষণে জানান' মশাল প্রজ্জ্বলন ও মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণের সময় যেভাবে মশাল প্রজ্জ্বলনের গুরুত্ব শিক্ষক মহাশয় সবার সামনে তুলে ধরলেন তা আমার ভীষণ ভালো লেগেছে।'  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের সভাপতি ড. কল্যাণ খান মহাশয়। উপস্থিত ছিলেন  কলেজের প্রধান অধ্যক্ষ ড. বিভূতিভূষণ সারেঙ্গী । উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ - ড.নিতা মিত্র, ড. ঋতুপর্ণা বসাক (দাশগুপ্ত) ,ড. নিত্য গোপাল মন্ডল, ড.রত্না নন্দী, সদর শেখ,কনাদ দত্ত,সৌরভ দাস ও শুভাশিস কুন্ডু। উপস্থিত ছিলেন দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষের প্রশিক্ষণার্থী ও শিক্ষা কর্মীরা।

    এই  প্রতিযোগিতায় ছিল কিছু অন্তঃস্থ ক্রীড়া ও বহিঃস্থ ক্রীড়া, এছাড়াও ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও। জানা গেছে অন্তঃস্থ ক্রিয়াগুলি শুরু হয়েছিল জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে। আজ পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে তার শুভ সমাপ্তি ঘটে।