SER19: আজ ছাত্র সংগঠন এ আই ডি এস ও- র দিনহাটা কলেজ ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হলো দিনহাটায়। কনভেনশনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মনি শংকর পট্টনায়েক, জেলা সম্পাদক জহিরুল হক, অর্জুন বর্মন প্রমূখ।

কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষাকে বেসরকারিকরণ ও বানিজ্যিকীকরণ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে তা বাস্তবায়িত হলে শ্রমিক,কৃষক,মেহনতী মানুষের পরিবারের ছাত্র-ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। বর্তমানে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা বেড়ে চলেছে। সাধারণ ছাত্র-ছাত্রীরা শিক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জাতীয় শিক্ষানীতি-২০১৯ স্কুল ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী। এর বিরুদ্ধে লড়াই আন্দোলন চালাতে হবে।এর পাশাপাশি তারা বলেন, CAA ও NRC-এর নামে সাধারণ মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি কায়েম করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।

কলেজে কলেজে নির্বাচিত ছাত্র সংসদ গঠনের দাবি সহ এক গুচ্ছ প্রস্তাব কনভেনশনে গৃহীত হয়। পরে আনোয়ার হোসেনকে সভাপতি এবং সঞ্জয় দেবকে সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়েছে।