Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAA - অভিনন্দন যাত্রায় তুফানগঞ্জে দিলীপ ঘোষ, কোচবিহারে পেলেন নাগরিক সংবর্ধনা

pic source: nishith pramanik fb



CAA - অভিনন্দন যাত্রায় কোচবিহারের তুফানগঞ্জে আজ উপস্থিত হন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাথে উপস্থিত ছিলেন সাংসদ শ্রী নিশীথ প্রামাণিক, সাংসদ জন বার্লা, কোচবিহার জেলা সভানেত্রী শ্রী মতী মালতি রাভা রায়, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি মোঃ আলী হোসেন সাহেব, জাতীয় পরিষদের সদস্য শ্রী নিত্যানন্দ মুন্সী সহ প্রমূখ নেতৃত্ব।

তুফানগঞ্জ এর আন্দোরন ফুলবাড়ী এলাকার হাটের মাঠ থেকে অভিনন্দন যাত্রা শুরু করে গোটা শহর পরিক্রমা করে দোল মেলার মাঠে মিছিল শেষ হয়।এদিন মিছিলে আনুমানিক পঞ্চাশ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।

যাত্রা শেষে দোল মেলার মাঠে জনসভা করেন দিলীপবাবু।  তিনি বলেন, পরিবর্তনের হাওয়া উঠেছে।আজকের এই মানুষের স্রোত তৃণমূল কংগ্রেসের কপালের ভাঁজ আরও খানিকটা শক্ত করবে। শেষমেষ মানুষই বলে দেবে ভবিষ্যৎ কার উজ্জ্বল হবে।

এখান থেকে কোচবিহারে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। কোচবিহার পঞ্চানন ভবনে সভানেত্রী মালতী রাভা ও সাংসদ নিশীথ প্রামাণিক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সংবর্ধনা দেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code