pic source: twitter 

কবি শঙ্খ ঘোষ অসুস্থ। শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন কবি। ২০১১ সালে পদ্মভূষণ পান কবি শঙ্খ ঘোষ। ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’র জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান শঙ্খ ঘোষ। ১৯৯৯ সালে কন্নড় নাটক বাংলায় ‘রক্তকল্যাণ’ অনুবাদ করে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন তিনি।

আজ রাজ্যপাল তাঁকে দেখতে হাসপাতালে যান।