নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া ১৪৪টি মামলার শুনানিতে কিছুটা ধাক্কাই খেল বিরোধীরা। বুধবার সকালে ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এখনও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনও স্থগিতাদেশ নয়। তার আগে কেন্দ্রের বক্তব্য শুনতে হবে।
Supreme Court asks Centre to file reply in four weeks. https://t.co/Twc0f7kMA2— ANI (@ANI) January 22, 2020
প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চে আজ ওইসব মামলা ওঠে। অধিকাংশ মামলাতেই দাবি ছিল প্রত্যাহার করতে হবে। সেই আবেদন আপাতত গ্রাহ্য করল না সুপ্রিম কোর্ট। বরং ওইসব পিটিশনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে নোটিস করল শীর্ষ আদালত। পাশাপাশি মামলাগুলিকে সাংবিধানিক বেঞ্চে পাঠানোর ইঙ্গিত দিল শীর্ষ আদালত।
এদিকে, সিএএ নিয়ে ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তার বক্তব্য পেশ করতে নির্দেশ দিল আদালত। পাশাপাশি দেশের কোনও হাইকোর্ট সিএএ মামলা নিতে পারবে না বলে জানানো হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊