রাজনীতিতি উত্তরবঙ্গ এখন শিরোনামে। একদিকে কোচবিহারে CAA সমর্থনে দিলীপ ঘোষ অন্যদিকে CAA বিরোধিতায় পাহাড় সফরে টানা পাঁচদিন  প্রচার করবেন মুখ্যমন্ত্রী। সুর চড়াবেন সিএএ এবং এনআরসি নিয়ে।

নাগরিকত্ব আইনের সমর্থনে তুফানগঞ্জ অভিনন্দন যাত্রা শেষে কোচবিহারে রাত্রি বাস করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর বুধবার শীতের সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লেন তিনি। দিলীপ বাবু এই শীতের সকালে কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় প্রাতঃভ্রমণ করেন এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ কর্মসূচিও পালন করেন।

অন্যদিকে কর্মসূচি অনুযায়ী আজ দার্জিলিংয়ে এনআরসি-র প্রতিবাদে মিছিল করেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের পুরসভায় যারা কাজ করেন এমনকী বাসিন্দাদের অনকেই বলছেন যেভাবে অসমে গোর্খাদের নাম বাদ পড়েছে তাতে তাঁরা ভীত। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগদান করে এই একই ইস্যুর প্রতিবাদে পথ হাঁটবেন পুরসভার কর্মীরাও, পাশে থাকবেন নেত্রীর।

 আজ সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে দার্জিলিঙে মহামিছিল করে বক্তব্য রাখেন তিনি।