দৃষ্টিশক্তিহীনদের সুবিধার জন্য নতুন মোবাইল অ্যাপ আনল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দূষ্টিশক্তিহীনরা যাতে সহজে নোট চিনতে পারেন, তার জন্যই এই প্রচেষ্টা।

বছরের প্রথম দিনে এই অ্যাপের উদ্বোধন করলেন রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস। অ্যাপটির নাম মানি, মোবাইল এইডেড নোট আইডেন্টিফায়ার। আইওএস অ্যাপ স্টোর ও অ্যানড্রয়েড প্লে স্টোর থেকে এই অ্যাপটি বিনামূ্ল্যে ডাউনলোড করা যাবে। কত টাকা -তার ছবি তুলে দৃষ্টিশক্তিহীনকে নোট চেনানোর সুবিধা করে দেবে এই অ্যাপ।