hardiki panya instgram |
কোমরের নিচের অংশে চোট পেয়ে গত বছর সেপ্টেম্বর থেকেই ২২ গজের বাইরে রয়েছেন ভারতীয় ক্রিকেটের ব্যাটিং ও বোলিং লাইন আপের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়ার হার্দিক পাণ্ডিয়া ।
তবে তাতে কি, খবর হতে তো আর শুধু মব্যাট বা বল হাতে মারকাটারি পারফরমেন্স লাগে না। প্রেমও কিন্তু সেলিব্রিটি লাইফস্টাইলের অন্যতম অঙ্গ।
কানাঘুষো শোনা যাচ্ছিল নতুন বছরেই বিয়ে সেরে ফেলবেন ভারতীয় ক্রিকেটের এই তরুণ তুর্কি। প্রথম দিনেই বান্ধবী তথা বলিউড অভিনেত্রী নাতাসা স্ট্যানকোভিচের হাতে পরিয়ে দিলেন এনগেজমেন্ট রিং।
মাত্র কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে প্রথম নাতাসার সঙ্গে ছবি শেয়ার করতেই ১১ লক্ষ লাইক কুড়িয়েছেন তিনি। সবাই যখন এই জুটির প্রশংসায় পঞ্চমুখ, তখনই ইনস্টাতে পোস্ট করলেন এনগেজমেন্টের ছবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊