Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিমনগর শিশু তীর্থের উদ্যোগে ইংরাজি নববর্ষ উদযাপন


SER-20: আজ নিমনগর শিশু তীর্থের উদ্যোগে ইংরাজি নববর্ষ উদযাপিত হলো। নিগমনগর শিশু তীর্থের 2020 শিক্ষাবর্ষের নতুন ভর্তিহওয়া 108 জন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়- নবীন বরণ উৎসব এর মাধ্যমে, বর্ষবরণের ঘন্টা বাজিয়ে মহাসমারোহে নিগমনগর নিগমানন্দ প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অজয় সাহা এবং সদস্য পার্থসারথি সাহা, রঞ্জিত চক্রবর্তী,সহ অন্যান্যরা। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্র দেবনাথ বলেন, " ২০২০ সনের শুভ সূচনা লগ্নে আমরা বিদ্যালয়ের নবাগতদের বরণ করে নেই এবং চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় " । 

এছাড়াও আজ ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ পায় 800 জন উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে দুপুরে বৃহৎ বনভোজন সভার আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code