গত বছর ১৫ জানুয়ারি ওড়িশার বিচ্ছুপল্লি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ধুমধাম করে উদ্বোধন হলেও সারাদিনে মাত্র দু'বার ট্রেন দাঁড়ায়। তাও একটিই ট্রেন - বোলাঙ্গির ও বিচ্ছুপল্লির মধ্যে চলা একটি প্যাসেঞ্জার।

সারাদিনে দাঁড়ায় একটাই ট্রেন। আর যাত্রী সংখ্যা? মাত্র দুই। গত বছর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্টেশনের উদ্বোধন করেছিলেন, তারই এরকম অবস্থা উঠে এল তথ্য জানার অধিকার আইনে ।

জানা গেছে এ নিয়ে গত মাসে আরটিআই দাখিল করেন হেমন্ত পণ্ডা। জবাবে পূর্ব উপকূলীয় রেল জানায়, বিচ্ছুপল্লি স্টেশনে প্রতিদিন দু'জন যাত্রী হয়। রেলের আয় হয় ২০ টাকা। যদিও সেজন্য প্রতিদিন রেলের কত খরচ হয়, তা জানানো হয়নি।


তবে পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জেপি মিশ্র জানান, আগামী বছরই সোনেরপুর স্টেশনের সঙ্গে বোলাঙ্গির-বিচ্ছুপল্লি স্টেশন যুক্ত হবে। তারপরই লাভ করবে রেল।