এনপিআর প্রক্রিয়ায় অসহযোগিতা করলে গুনতে হতে পারে মোটা আর্থিক জরিমানা। শুক্রবার এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এনপিআর সংক্রান্ত কাজে সরকারি কর্মীদের ভুয়ো তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন সাহিত্যিক তথা সমাজকর্মী অরুন্ধতী রায়। গত ডিসেম্বর মাসে এনপিআর, এনআরসি ও সিএএ বিরোধী এক ফোরামে তিনি এই মন্তব্য করেন।
এ দিন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘নাগরিকত্ব আইনের ১৭ নম্বর বিধিতে বলা হয়েছে, ভুল তথ্য দিলে এক হাজার টাকা জরিমানা ধার্য করার বিধান রয়েছে।’
তবে ২০১১ ও ২০১৫ সালের এনপিআর প্রক্রিয়ায় আইনের এই ধারা প্রয়োগ করা হয়নি বলেও জানিয়েছেন ওই আধিকারিক। পাশাপাশি, সম্প্রতি পরীক্ষামূলক ভাবে ৩০ লাখ মানুষের উপরে করা এনপিআর সমীক্ষায় ৭৩টি জেলায় ভালোই সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
তবে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সম্প্রতি টুইট করে জানিয়েছেন, আধার, ভোটার পরিচয়পত্র, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এনপিআর প্রক্রিয়া সম্পর্কিত সংবাদে ভুল বার্তা দেওয়া হয়েছে যে, এই নথিগুলি সম্পর্কে তথ্য দেওয়া আবশ্যিক। এমন বার্তা সত্যি নয়।’
As quoted in a news item, "Have Aadhar, Passpot? You will have to share details for NPR...Voter id, DL Info also Mandatory", gives a wrong impression that these documents would have to be compulsorily given for NPR exercise. Such a connotation is not correct.@TOIIndiaNews pic.twitter.com/VgjO8wXYiG— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) January 16, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊