Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিশ্রুত-সমন্বিতা সূত্রধর

pic:skip prichared
প্রতিশ্রুত
সমন্বিতা সূত্রধর


নতুন কিছু করব ভেবে চোখ বুজলাম, পাশ ফিরতেই মনে পড়ল আজ রবিবার, কাল সকাল থেকে আবার নতুন করে শুরু। হঠাৎ করে অন্ধকার নেমে এল চারপাশে, রাতের থেকেও ঘন অন্ধকার।
নিকষ কালো দিনগুলোও তো পেরিয়ে এসেছি,খবরের কাগজ উল্টেছি অনায়াসে, একের পর এক লাশ জ্বলার ছবি পাল্টেছি কী ভীষন অবলীলায়।সমাজ পরিবর্তন হবে বলে শ্লোগান দিয়েছি,হেঁটেছি কতরকম যাত্রায়। তবুও শেষ রাতে নিজেকে অসম্ভব সম্ভাবনাময় মনে হয়েছে,প্রতিদিন একটা গভীর সুললিত স্বপ্ন লালন করেছি। পৃথিবী গদ্যময় থেকে বিভীষিকাময় মনে হয়েছে। প্রত্যেকদিন।তারুণ্য যাকে বলি তা ছুঁয়েছে মাঝেমাঝে আমায়। এক রাস্তা প্রতিশ্রুতি লিপিবদ্ধ করেছি নোটবুকে।


আগামীকাল। সোমবার।

'নতুন' বলে ডাকলে কেউ সাড়া দেবে? আসবে কেউ একজনও?

প্রতিশ্রুতি তো তৈরীই হয় ভাঙবে বলে? কথাটা শুনেছিলাম গতরাতে কারো কাছে। তবুও, তারুণ্য তো স্বপ্ন দেখায়
ভাবতে শেখায়...

হেঁটে আসি চোরা গলিপথ ধরে। আমাদের অ্যাসিলক নেই, ভাজা ভাত নেই। আছে কিছু করার মতো কাজ।
সামনে নবযুগ আনবে?
কেউ আছো এখনও?

উত্তর পেলাম না।

পাশ ফিরলাম...

কাল তো সোমবার।

 সকালে উঠতে হবে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code