'পঞ্চরস'
-সন্দীপন দত্ত

'দাস্য'

সমস্তদিন মানুষ ও মুখোশের পাশে পাশে ঘুরি
রাত নামে কাচের গা বেয়ে সান্দ্র তরল
একা হই একা খুব একা
এখানে সকলে চৌকো খোপের মাঝে
পরিকল্পিত অবসাদে নিজেদের নিয়ে থাকে
বর্ণমালা হাতড়ে সারারাত আমি
এক কলম ফুল লিখতে চাই
তোমায় পায়ের কাছে বসে
সেই লেখা মুছে ফেলতে চাই
ফের লিখতে চাই ফুল ফুল ফুল
এত গাছ এত কাঠ এত কাঁটা
আমার ভাবতে ভালো লাগে প্রজনন নয়
ফুল আদতেই একটি অপ্রয়োজনের বিলাসিতা












'সখ্য'

নিজেকে তুমি অন্যের ঘরে বসাও
দাবার বোর্ড ঘুরিয়ে নাও এবার
যে চাল খুব সহজ মনে হয়
তার ভেতরও হাজার ষড়যন্ত্র
নিজেকে তুমি বন্ধু ভাবো প্রিয়
বন্ধু ভাবো সেই শত্রুটিরও
যে তোমার গলায় ছুরি ধরে
তাকেও কিছু বলার সুযোগ দিও
কাছের ভেতর বানাচ্ছি যে দেওয়াল
এপার ওপার আওয়াজ যায় না
কথার ভেতর জমছে নীরবতা
আমার আমি তোমায় পায় না
রাতের পোশাক যেমন এলোমেলো
তেমন তুমি আমার কাছে এসো
হয়তো দুটো তর্ক হবে জোরে
রাত কাটিয়ে সূর্য দেখব ভোরে
নিজেকে খুব বন্ধু ভেবো নিজের
নিজেকে খুব অন্য মানুষ ভেবো

'বাৎসল্য'

আরেকটু দরদ আরেকটু মায়া নিয়ে বাঁচলে
বর্তে যেতাম আমরা সবাই
যে মৃত্যুর শোক নেই কোনও
আছে কেবলই সন্ত্রাস
সেরম রাষ্ট্রে মানুষের বেঁচে থাকা
উপহাস শুধু মনে হয় যেন উপহাস
তার ভেতর তুমি সন্তানকে দেখোনি তোমার
তার ভেতর তুমি দেখোনি পিতামাতা
তোমার ভেতর তাই কেউ দেখছে না
যা দেখার ছিল যা ছিল প্রকৃত
তুমি এক যন্ত্র যার চোখভরা দৃষ্টি
আর মুছে গেছে অশ্রুভার
রোমকূপ থেকে সরিয়ে নিচ্ছ আবেশ
আয়নায় যাও বুকের কাপড় খোলো
দেখো এখনও স্তন স্নেহে ভারী হয়
যে সন্তান জন্মায়নি তার শোকে দুটো শ্লোক লিখে যাও
যে পিতামাতা আগুন মাটি জল
তোমার ভেতর তারই অবশিষ্ট

'মধুর'

ভালোবাসার বোধটুকু বেঁচে আছে
ভালোবাসা থাকুক না থাকুক
আমি কৃতজ্ঞ নিজের কাছে
আমি তোমায় ভালোবাসতে পারি আজও
একশত এক কারণ থাকতে পারে
ভালো না বাসার
ভালোবাসার কারণ থাকে না
কবিতার কোনও উদ্দেশ্য আছে বলে আমি মানি না
একবার দেখতে চাওয়া প্রিয়মুখ
একবার ছুঁতে চাওয়া পুরাতন শরীর
বিরহে কাঁদা মিলনে কেঁদে ফেলা
এসবের জন্য আছি
আর কিছু নেই
ভালোবাসা থাক না থাক
ভালোবাসি মনে হলেই হবে
এটুকু পারছে না কেউ তাই
সমাজ রাষ্ট্র ধর্ম পুড়ে ছাই
এসো তোমায় আদর করি আরও
আদর করে আলতো স্বরে ডাকি
যেকোনওদিন হারিয়ে যেতে পারি
হারার আগে তোমার ভেতর থাকি

'শান্ত'

আমি
এর বাইরে আমার কিছু নেই
আমি
এর বাইরে কিচ্ছু নেই
আমার আগে কী ছিল
আমার পর কী কী
তুমি
আমি তোমার ভেতর খুঁজি
তুমি
কোনও একটি মানুষ নও
আমরা
যদি হয় কোনওদিন সম্ভব
আমরা
যার ভেতর সমাধি
যাত্রা
সেই সমের দিকে
যাত্রা
সেই একের ভেতর
আমি
একজন শান্তি খোঁজা লোক