সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী বাজার সংলগ্ন নবোদয় গুরুকুল ট্রাস্ট এর ২৬শে জানুয়ারী সাধারন তন্ত্র দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টা নাগাদ নবোদয় গুরুকুল বিদ্যাপীঠ ও নবোদয় গুরুকুল কিডজির ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে নবোদয় গুরুকুল ট্রাস্ট প্রসিডেন্ট মাননীয় বিপ্লব রহমান মহাশয় পতাকা উত্তোলন করেন। এরপর স্বাধীনতা সংগ্রামী ও সাধারন তন্ত্র দিবস নিয়ে সামান্য কথা রাখেন। এছাড়াও, এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "সার্কেল" অর্গানাইজেশন এর মুখ্য কার্যকারী আধিকারিক আরিফ হোসেন। বীর বিপ্লবী ও সাধারন তন্ত্র দিবসের ইতিহাস নিয়ে সামান্য কথা রাখেন তিনি। এর পর আবৃতি প্রতিযোগিতা,নৃত্য প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতাসহ নানান অনুষ্ঠানে জমে ওঠে এদিনের অনুষ্ঠান।
নবোদয় গুরুকুল বিদ্যাপীঠ ও নবোদয় গুরুকুল কিডজির সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকা এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান অন্য মাত্রায় পোঁছে যায়।
ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই নৃত্য পরিবেশন করে। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্র- ছাত্রীদের মনে বেশ উন্মাদনা দেখা যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊