রবিবার সন্ধ্যায় কেরলের মালাপ্পুরম জেলার পেরিথালমান্নয় অল ইন্ডিয়া সেভেনস টুর্নামেন্ট এর ম্যাচ চলছিলো। সেখানে হঠাৎই শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় কাতর হয়ে মাঠে পড়ে যান কেরলের ডিফেন্ডার রাধকৃষ্ণন ধনরাজন। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি একসময় কলকাতার ময়দানে দাপিয়ে খেলেছেন। শুধু তিন প্রধানের হয়েই নয়, সন্তোষ ট্রফিতে বাংলার হয়েও খেলছেন। কলকাতায় ২০১০-১২ মরশুমে মোহনবাগানের হয়ে খেলছিলেন তিনি। ২০১৩-২০১৪ মরশুমে আই লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন।