বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ‘গুলি মন্তব্যে’ নাম না করে কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
ধর্মতলায় তৃণমূলের ধর্না মঞ্চ থেকে মমতা বলেন, “আপনি এটা কীভাবে বলতে পারেন? নাম নিতে লজ্জা করে আপনি গুলি চালানোর প্রচার করছেন। এটা উত্তরপ্রদেশ নয়। এখানে গুলি চালানো হবে না। বুঝন, আগামীকাল যদি অপ্রীতিকর কিছু ঘটে তবে আপনিও সমান দায়ী থাকবেন। প্রতিবাদের জন্য মানুষ হত্যা করতে চান আপনি?
এ দিন ফের বাম-কংগ্রেসকে নিশানা করেন তৃণমূল নেত্রী। বিজেপির সঙ্গে তাদের কোনও পার্থক্য নেই বলেও জানান তিনি। সিপিএম-কংগ্রেসকে বিঁধে মমতার কটাক্ষ, পাবলিসিটি পাওয়ার জন্য কেউ কেউ কিছু করে। সেটা আন্দোলন নয়। দু’ঘণ্টার জন্য ঝান্ডা নিয়ে আসছে বলেই এমন নয় তারা রাত কাটাচ্ছে।
সিঙ্গুর অনশনের কথা মনে করিয়ে মমতা জানান, একটা জমি দখল হয়েছিল। রাস্তায় পড়েছিলাম টানা ২১ দিন। লেবু জল খেয়ে অনশন করিনি।
WB CM: It's shameful. How can you say this? It's a shame to even take his name. You're promoting firing.This isn't UP. Here firing won't happen.Understand that if tomorrow something untoward happens,you'll be equally responsible. You want to kill people for protesting? (file pic) https://t.co/JSW3m1ZclZ pic.twitter.com/KfTj4HO0XZ— ANI (@ANI) January 13, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊