আজ  NRC,CAA,NPR এর প্রতিবাদে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে নাগরিক কনভেনশন আয়োজিত হয় । বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শুভ্রাংশু চাকি (সারাবাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সদস্য),পার্থ চৌধুরী (বিশিষ্ট নাট্য পরিচালক), নৈয়ার আলম( শিক্ষক শামসিয়া হাই মাদ্রাসা), ডাক্তার শাহরিয়ার আলম , অশোক ছেত্রী,প্রফেসর অজিত কুমার রায়, পলক চক্রবর্তী, রাজেন্দ্র প্রসাদ সিং, অধ্যাপক বিকাশ রঞ্জন দেব, রজি আহমেদ, অরুণ রাহা প্রমূখ।

আইনজীবী অরুণ পদ রাহাকে সভাপতি এবং আবুল কাশেম ও দীপ্তি রায় কে যুগ্মসম্পাদক করে 45 জনের কমিটি গঠিত হয় এদিনের কনভেনশনে।