যখন ভারত সহ সাড়া বিশ্ব পানীয় জল সংকটে ভোগার কথা বলছে ঠিক তার উল্টো চিত্র দিনহাটা নিগমনগর ঘাটপাড় বাজার সংলগ্ন এলাকায় l 

প্রায় এক বছরের বেশি সময় রাস্তার ধারে পানীয় জল সরবরাহের পাইপ ফেটে যায়, এলাকার বাসিন্দারা বহুবার পানীয় জল সরবরাহে যুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সাড়া তারা পাননি l 

এদিকে পাইপ লাইনে ফাটল দীর্ঘ দিন ধরে থাকায় এলাকার শিশুদের দেহে কৃমির উপদ্রব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা l 

এলাকাবাসির অভিযোগ তিন সময় জল আসে, আসার পর সংলগ্ন দোকানে ও বাড়ীগুলিতে জল ঢুকে যায় এতে তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে l