Latest News

6/recent/ticker-posts

Ad Code

বছর অতিক্রান্ত হলেও পানীয় জলের ফাটা পাইপ ঠিক হয়নি আজও


যখন ভারত সহ সাড়া বিশ্ব পানীয় জল সংকটে ভোগার কথা বলছে ঠিক তার উল্টো চিত্র দিনহাটা নিগমনগর ঘাটপাড় বাজার সংলগ্ন এলাকায় l 

প্রায় এক বছরের বেশি সময় রাস্তার ধারে পানীয় জল সরবরাহের পাইপ ফেটে যায়, এলাকার বাসিন্দারা বহুবার পানীয় জল সরবরাহে যুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সাড়া তারা পাননি l 

এদিকে পাইপ লাইনে ফাটল দীর্ঘ দিন ধরে থাকায় এলাকার শিশুদের দেহে কৃমির উপদ্রব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা l 

এলাকাবাসির অভিযোগ তিন সময় জল আসে, আসার পর সংলগ্ন দোকানে ও বাড়ীগুলিতে জল ঢুকে যায় এতে তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code