ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে সপ্তম সারাবাংলা বিজ্ঞান সম্মেলন আজ শুরু হল পুরুলিয়া শহরে। উদ্বোধন করেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এবং সপ্তম সারাবাংলা বিজ্ঞান সম্মেলন অভ্যর্থনা কমিটির সভাপতি অধ্যাপক সুবল দে। 

বিজ্ঞানমনস্কতা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক পার্থ প্রতিম চট্টোপাধ্যায়, ডাইরেক্টর NIFFT রাঁচি। এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নীলেশ মাইতি, সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, অধ্যাপক দিব্যেন্দু মাইতি, দিল্লি স্কুল অফ ইকনোমিকস, অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, সভাপতি, অল ইন্ডিয়া কমিটি। সভার শেষে এই সভার সভাপতি খড়্গপুর আই আই টির অধ্যাপক দামোদর মাইতি বক্তব্য রাখেন। প্রশ্নোত্তর পর্বে সম্মেলনের প্রতিনিধিরা নানা প্রশ্ন রাখেন ও এক মনোজ্ঞ আলোচনা হয়। সর্বশেষে সপ্তম সারাবাংলা বিজ্ঞান সম্মেলন অভ্যর্থনা কমিটির সম্পাদক শিক্ষক প্রহ্লাদ মাহাতো ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এরপর পুরুলিয়া জেলা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে ডাইনি নিয়ে বিজ্ঞান সচেতনতামূলক একটি নাটক প্রদর্শিত হয়।