pic source: toi


টোকিও অলিম্পিকের আগে ক্রীড়াজগতকে উদ্বুদ্ধ করতে ২ মহিলা ক্রীড়াবিদকে পদ্ম সম্মান দিল কেন্দ্রীয় সরকার। পদ্ম বিভূষণ পাচ্ছেন মণিপুরের বক্সার মেরি কম। পদ্ম ভূষণ পাচ্ছেন শাটলার পিভি সিন্ধু।
২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছেন মেরি কম। ২০১৩ সালে পেয়েছেন পদ্ম ভূষণ। এবার তাঁর নাম পদ্ম বিভূষণের জন্য সুপারিশ করেছিল ক্রীড়া মন্ত্রক। সেই নামেই শিলমোহর পড়েছে। ছ বারের বিশ্বচ্যাম্পিয়ন চতুর্থ ক্রীড়াবিদ হিসাবে এই পুরস্কার পেতে চলেছেন। এর আগে পুরস্কার পেয়েছেন বিশ্বনাথন আনন্দ, শচিন তেন্দুলকর ও এডমন্ড হিলারি।

এবারই প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন পিভি সিন্ধু। ফলে পদ্ম ভূষণের তালিকায় তার নামও ফেলার সুযোগ ছিল না। ২০১৭ সালে পদ্ম ভূষণের জন্য ক্রীড়া মন্ত্রক পাঠালেও তা বাতিল হয়েছিল। এবার জুটল স্বীকৃতি।