Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেতাজীর কিছু অমূল্য বাণী-যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে


স্বাধীন ভারতের অন্যতম পথিকৃৎ হলেন আমাদের সকলের প্রিয় নেতাজী সুভাষচন্দ্র বসু। শুধু স্বাধীনতার জন্যই নয় নেতাজীর বাণী আমরা সকলেই অনুসরণ করে থাকি। নেতাজীর বাণী দ্বারা জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন আজ তেমনি কিছু বাণী শুনে নেই তাঁর জন্মদিনে-
  • ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব।’
  • শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।
  • টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।
  • ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।
  •  ‘আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা, রোগ, অশিক্ষা, যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।’
  • সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে।
  • নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।
  • জীবনে প্রগতির আশা ব্যাক্তিকে যেকোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে।
  • নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ।
  • মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রানবন্ত।
  • প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মত।
  • স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code