সংবাদ একলব্য : ইবোলা, সোয়ান ফ্লু পর নুতন বহিরাগত ভাইরাস আতঙ্কে ভুগছে কলকাতা সহ গোটা বাংলা l হ্যাঁ আবার নুতন ভাইরাস ঘটিত রোগ থাবা বসাতে চলেছে, যেটি নোভাল কোরোনাস নামে আমাদের প্রতিবেশী দেশ চীনে আতঙ্ক সৃষ্টি করেছে l
কী এই নোভাল কোরোনোস? এটা একটি মারাত্মক ভাইরাস যা পশু থেকে মানুষের শ্বাসতন্ত্র সম্পূর্ণ রূপে অকেজো করে দিতে পারে l ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজশন থেকে এর মধ্যে চীনকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে l এটি সাধারণত বিদেশে যাতায়াতরত যাত্রীদের মাধ্যমে ছড়াচ্ছে বলে দাবী WHO এর l
চীনের প্রত্যেকটি বিমানবান্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে জোরকদমে l এদিকে ভারতেও আগাম সতর্কতা নেওয়া হয়েছে, দিল্লী, মুম্বাই, ব্যাঙ্গালোর ও কলকাতা বান্দরেও সতর্কতা জারি করা হয়েছে l
তবে খবর যা পাওয়া যাচ্ছে তাতে একজনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে কলকাতায় l ইতি মধ্যে কলকাতার সকল হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর l
নোভাল কোরোনাস এর লক্ষণ ঠিক নিউমোনিয়ার মতো বলে জানিয়েছে WHO, এটি মানব শরীরের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে শ্বাস কষ্ট, কাশি, সর্দি ও উচ্চ তাপমাত্রার সৃষ্টি করতে পারে l এটি প্রথম ডেয়ারিজাত দ্রব্য থেকে প্রথমে মানবদেহে প্রবেশ করে l তবে এর প্রধান বাহক উঠ ও বাদুড় l
গৃহপালিত গরু, বিড়াল, কুকুরের থেকে এটি ছড়ায় না বলে জানিয়েছে WHO l এটি আক্ৰান্ত ব্যক্তির হাচ্চি ও কাশির মাধ্যমে ছাড়ায় l বিশেষত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাঁদের মধ্যে এর প্রভাব মারাত্বক l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊