গত ২০ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে এক প্রাইভেট টিউটরের বাড়িতে ছাত্র-ছাত্রী অভিভাবকরা চড়াও হয়ে বলে থানায় অভিযোগ জমা পড়েছে। মূলত এর পরেই নরেচড়ে বসেছেন রাজ্যের প্রাইভেট টিউটরদের অর্গানাইজেশন -WEST BENGAL PRIVATE TUTORS' WELFARE ASSOCIATION.
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- প্রাইভেট টিউশনরত স্কুল শিক্ষকদের কাছে বিশেষ সুবিধাপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের গৃহশিক্ষকদের উপর অন্যায় জুলুমের প্রতিবাদে ও প্রতিটি গৃহশিক্ষক শিক্ষিকার নিরাপত্তার দাবীতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে থানায় ডেপুটেশন দেওয়া হচ্ছে।
WBPTWA এর সদস্য সুজিৎ রায় জানিয়েছেন-
'আজ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়া হলো। বালুরঘাট, ধুপগুড়ি, ময়নাগুড়ি নদীয়ার শান্তিপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে স্কুলশিক্ষকদের অবৈধ, অনৈতিক প্রাইভেট টিউশন বন্ধ করার দাবীতে WBPTWA-এয যেসমস্ত গৃহশিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন তাদের উপর একশ্রেণীর অসাধু লোভি স্কুলশিক্ষক তাদের কাছ থেকে বিভিন্ন অন্যায় সুবিধাভোগ করা কিছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা বিভিন্ন সংগঠিত হামলা চালিয়ে যাচ্ছে। স্কুল শিক্ষকদের অনৈতিক অবৈধ গৃহশিক্ষকতা এখন একটি সংগঠিত অপরাধ। কিছু অসাধু স্কুল শিক্ষক, তাদের কাছে সুবিধাভোগ পেতে থাকা ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবক,শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত কিছু ব্যক্তির প্রাইভেট টিউশনের মাধ্যমে এক বিশাল পরিমাণ কালো টাকা উপার্জন করার চক্র চালিয়ে যাচ্ছেন। এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রসাশনের সহযোগিতা প্রয়োজন ।আর তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় নিরাপত্তা চেয়ে আমাদের এই ডেপুটেশন"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊