২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। 
আজ AIDSO-এর দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হলো স্থানীয় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারের সম্মুখে। 


অনুষ্ঠানে বক্তব্য রাখে সংগঠনের দিনহাটা মহাবিদ্যালয় কমিটির সম্পাদক সঞ্জয় দেব। এছাড়াও উপস্থিত ছিল লোকাল কমিটির সভাপতি আনোয়ার হোসেনে, স্বপ্না বর্মন,তাপসী বর্মন প্রমুখ। আজকের দিনটি সারা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও সংগঠনের সদস্যরা পালন করে এবং নেতাজীর জীবন সংগ্রামকে তুলে ধরে। সেইসাথে আগামীতে দেশের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার শপথ নেয় ।


নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে AIDSO-এর এদিনের কর্মসূচী নির্বিঘ্নে সম্পন্ন হয়। কর্মসূচী সাফল্য মণ্ডিত করতে অনেকেই সামিল হয়েছেন এদিন।