SER 19:
আজ দিনহাটা মহাবিদ্যালয়-এর ছাত্র-ছাত্রীরা বর্ধিত ফি কমানোর দাবি নিয়ে অবস্থান-বিক্ষোভে নেমেছে। আজ  প্রিন্সিপালের অফিসের সম্মুখে অবস্থান বিক্ষোভে বসেছে তারা। 

বিগত দিনে তাদের আন্দোলনে কলেজ কর্তৃপক্ষ কোন সাড়া না দেওয়ায় তারা আবারও প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে। তাদের দাবি কলেজে ভর্তি ফি যে হারে বৃদ্ধি পেয়েছে তা অতি শীঘ্র কমাতে হবে এবং এই মুহূর্তে সার্ভার বন্ধ না করলে তারা তাদের এই অবস্থান বিক্ষোভে অনড় থাকবে, যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ সার্ভার বন্ধ করবে ততক্ষণ তারা সেখান থেকে সরবে না বলে জানিয়েছে। 
কলেজের ছাত্র আকাশ সাহা, আনোয়ার হোসেন,সঞ্জয় দেব,সঞ্জীব কর্মকার প্রমুখ জানিয়েছে,"সারা দেশের ছাত্র-ছাত্রীরা যেভাবে বর্ধিত ফি এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তারা দিনহাটা কলেজেও সেই প্রতিবাদের ধারাকেই বজায় রেখেছে। ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে তারা পিছুপা হবেনা এবং ছাত্রদের স্বার্থে তারা এই প্রতিবাদ জারি রাখবে।"