Amazon Republic Day Sale, ইলেকট্রনিক্স থেকে ফ্যাশনে বড় ছাড়
দেশজুড়ে শুরু হয়ে গেল Amazon Republic Day Sale। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার ও বড় ছাড়ের ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন। স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ফ্যাশন, গ্রোসারি ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে মিলছে বিশেষ ছাড়।
অ্যামাজ়নের তরফে জানানো হয়েছে, এই সেলে নির্বাচিত স্মার্টফোন ও ইলেকট্রনিক্স সামগ্রীর উপর উল্লেখযোগ্য মূল্যছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই সুবিধাও থাকছে। বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর ও কিচেন অ্যাপ্লায়েন্সে মিলছে অতিরিক্ত ছাড়।
ফ্যাশন বিভাগেও থাকছে বিশেষ আকর্ষণ। পুরুষ, মহিলা ও শিশুদের পোশাক, জুতো এবং অ্যাকসেসরিজে একাধিক ডিল চালু করেছে অ্যামাজ়ন। পাশাপাশি বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যেও মিলছে ছাড়।
এছাড়াও ব্যাঙ্ক অফারের মাধ্যমে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকের সুবিধা দেওয়া হচ্ছে। Amazon Prime সদস্যদের জন্য থাকছে আগাম অ্যাক্সেস ও এক্সক্লুসিভ ডিল।
অনলাইন কেনাকাটার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়তে থাকায় এই রিপাবলিক ডে সেল ঘিরে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমের পর এই সেল ই-কমার্স বাজারে ফের গতি আনবে।
অ্যামাজ়ন জানিয়েছে, সীমিত সময়ের জন্য এই সেল চলবে। তাই গ্রাহকদের দ্রুত পছন্দের পণ্য বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊