কোন প্রকার নথি ছাড়াই পরিবর্তন করতে পারবেন আধার কার্ড এর তথ্য
AADHAR CARD দিনের পর দিন একটি অতি প্রয়োজনীয় নথি হয়ে যাচ্ছে। এবার সেই কার্ড যদি ঠিক না থাকে তাহলে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে ! সেই সমস্যা যাতে না আসে এর জন্য UIDAI একটি গুরুত্বপূর্ণ নোটিস জারি করেছে।
Uidai তাঁদের Twitter হ্যান্ডেল জানিয়েছে যে, যদি AADHAR CARD সংশোধন করতে কারোর কাছে কোনও ডকুমেন্ট না থাকে, তাহলে ঐ নাগরিক কে তার জন্য নীচে দেওয়া নির্দিষ্ট ফর্ম টি প্রয়জনীয় তথ্য সহকারে কোন GROUP A বা GROUP B গেজেটেড অফিসার, স্থানীয় সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্য, গ্রামের পঞ্চায়েত প্রধান, কাউন্সিলার, সরকারি শিক্ষা সংসদের আধিকারিক, সুপারিনটেনডেন্ট অফিসার প্রমুখের দ্বারা যদি UIDAI-এর তরফ থেকে দেওয়া স্ট্যান্ডার্ড শংসাপত্রতে নিজের প্রয়োজনীয় তথ্য লিখে সই করাতে হবে। তাহলেই আধারের নাম, ঠিকানা, জন্ম তারিখ, বয়স পরিবর্তন করা সম্ভব কোনো রকম নথি ছাড়াই।
6 মন্তব্যসমূহ
TAPAS Biswas
উত্তরমুছুনআঁধার কাড এ নাম সম্পূর্ণ ভুল আমার নাম মহরম আলী খান কিন্তু নাম এসেছে রাজ আলী খান, কীভাবে সেটা সংশোধন করবো
উত্তরমুছুনআধার কার্ডের সেন্টার থেকে সংশোধন করার জন্য একটি ফর্ম নিয়ে আপনার সঠিক নাম লিখে প্রধান অথবা এম এল এ সই এবং স্টাম করিয়ে আধার কার্ডের সেন্টারে গিয়ে আপডেট করান।
মুছুনHow to register for new card(uidai),now.
উত্তরমুছুনMy father name is not mention on the aadhar card.now what I do for this?
উত্তরমুছুনMobile no link আছে কি আধার কার্ডের সাথে যদি থাকে তাহলে আপনি নিজেই ঠিক করে নিতে পারেন খুব সহজেই
মুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊