SER-20:

আজ দক্ষিণ কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয়ে 2রা জানুয়ারি 'বই  দিবস' পালন করা হলো

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা 3 নং চক্রের  বিদ্যালয় পরিদর্শক শ্রী দিবাকর দেবনাথ  ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সৈকত সরকার  এছাড়াও  বিদ্যালয়ের সহকারী  শিক্ষকদের মধ্যে শ্রী অজয় সাহা,  শ্রী সুজয়  রায়  ।


বিদ্যালয় পরিদর্শক শ্রী দিবাকর দেবনাথ   বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের  উপস্থিতিতে 2020 নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।

বই দেওয়ার সাথে সাথে তাদের কে ভালোভাবে পড়াশোনা করে আরো বড় হওয়ার উৎসাহ দেন।

এর সাথে তিনি বিদ্যালয়ের ফুলবাগান, কিচেন গার্ডেন ও মাশরুমের বাগান ঘুরে   দেখেন এবং অত্যন্ত আনন্দিত হন ।