প্রবল বিতর্কের পর অবশেষে নতুন শিক্ষাবর্ষ থেকে স্কুল পাঠ্যে ‘বিপ্লবী সন্ত্রাসবাদ’কে নতুন তকমা দিল স্কুল শিক্ষা দপ্তর৷ রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী ২০২০ সাল থেকে নতুন ইতিহাসের বইয়ে পড়ুয়ারা জানতে পারবে সংশোধিত ক্ষুদিরামকে৷ এখন থেকে ইতিহাসের পাঠ্যসূতিতে ‘বিপ্লবী সন্ত্রাসবাদ’ পরিবর্তিত হল ‘সশস্ত্র বিপ্লববাদী’তে৷
জানাযায় অষ্টম শ্রেণির ইতিহাস বই ‘অতীত ও ঐতিহ্যে’ বইয়ে ১১২-১১৩ পৃষ্ঠায় ‘বিপ্লবী সন্ত্রাসবাদ’ বলে একটি অধ্যায় রয়েছে। কী করে স্বাধীনতা সংগ্রামীকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া যায়,তা নিয়ে তৈরি হয় বিতর্ক৷
সম্প্রতি বিধানসভায় এ নিয়ে বিরোধীরা সবর হয়েছিলেন৷ প্রকাশ্যে শিক্ষামন্ত্রী ক্ষমাও চান৷ গঠন করা হয় রিভিউ কমিটি৷ সেই কমিটির সুপারিশ অনুযায়ী স্কুল পাঠ্যে ‘বিপ্লবী সন্ত্রাসবাদ’কে ‘সশস্ত্র বিপ্লববাদী’ বলে অভিহিত করা হয়।
অথচ আজ 'বুক ডে' তে কোচবিহার জেলা জুড়ে ২০১৮ সংস্করণের অষ্টম শ্রেণির বই বিতরণ করা হয় বলে খবর। সূত্রের খবর জলপাইগুড়িতে আরও কিছু বই সহ অষ্টম শ্রেণীর এই বইটি আজ দেওয়া হয়নি-পরবর্তিতে দেওয়া হবে বলে জানা গেছে। তবে কোচবিহারে প্রায় সব স্কুলেই পুরানো বইটিই আজ ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়।
দিনহাটার একটি স্কুলের সাথে যোগাযোগ করা হলে তারা জানান বিষয়টি এ. আই কে জানানোয় এ.আই দ্রুত পুরানো বইটি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং ৭ তারিখের মধ্যে নতুন সংস্করণের বই বিদ্যালয়ে পাঠাবে বলে মৌখিক ভাবে জানান।
সম্প্রতি বিধানসভায় এ নিয়ে বিরোধীরা সবর হয়েছিলেন৷ প্রকাশ্যে শিক্ষামন্ত্রী ক্ষমাও চান৷ গঠন করা হয় রিভিউ কমিটি৷ সেই কমিটির সুপারিশ অনুযায়ী স্কুল পাঠ্যে ‘বিপ্লবী সন্ত্রাসবাদ’কে ‘সশস্ত্র বিপ্লববাদী’ বলে অভিহিত করা হয়।
অথচ আজ 'বুক ডে' তে কোচবিহার জেলা জুড়ে ২০১৮ সংস্করণের অষ্টম শ্রেণির বই বিতরণ করা হয় বলে খবর। সূত্রের খবর জলপাইগুড়িতে আরও কিছু বই সহ অষ্টম শ্রেণীর এই বইটি আজ দেওয়া হয়নি-পরবর্তিতে দেওয়া হবে বলে জানা গেছে। তবে কোচবিহারে প্রায় সব স্কুলেই পুরানো বইটিই আজ ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়।
দিনহাটার একটি স্কুলের সাথে যোগাযোগ করা হলে তারা জানান বিষয়টি এ. আই কে জানানোয় এ.আই দ্রুত পুরানো বইটি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং ৭ তারিখের মধ্যে নতুন সংস্করণের বই বিদ্যালয়ে পাঠাবে বলে মৌখিক ভাবে জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊