আজ কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার উদ্যোগে, শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহযোগিতায়  বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 

ইতিমধ্যে সমাজসেবামূলক কাজে এলাকায় নজর কেরেছে ওসি হেমন্ত শর্মার নেতৃত্বে সাহেবগঞ্জ থানা।  শীতার্তদের শীতের পোশাক প্রদান সহ অন্যান্য সমাজ সেবামূলক কাজের সাথে সাথে আজ সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে  চক্ষু পরীক্ষা শিবিরে উৎসাহী মানুষের সংখ্যা ছিল দেখার মতন । 

আজ এই শিবির উপস্থিত ছিলেন দিনহাটার এস ডি পি ও মানবেন্দ্র দাস, দিনহাটা ২ নং ব্লকের বিডিও জয়ন্ত দত্ত, চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সেবানন্দ, শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ বিশ্বজিৎ কাটুয়া প্রমূখ।

চোখ দেখাতে আশা স্থানীয় এক রোগী সুনীল চন্দ্র বর্মন জানান- " সাহেবগঞ্জ থানার এই মানবিক উদ্যোগ বিশেষ প্রশংসনীয়, এতে আমার মতন বহু সাধারণ মানুষ খুব উপকৃত হলো।'