লিঙ্কন রহমানঃ  বছরের বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সেবামূলক কাজের যুক্ত থাকে 129BN BSF ।  আজ নাজিরহাটের অন্তর্গত হাটচেক বি এস এফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম । 

আজ এই বেটেলিয়ানের পক্ষথেকে গরিব দুঃখীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের জন্য হাত রিক্সা দেওয়া হয়। এই এলাকার বিভিন্ন বিদ্যালয়গুলিতে খেলাধূলার সরঞ্জাম-বইপত্র দেওয়া হয়। এছাড়াও পরিবেশ স্বচ্ছ রাখার জন্য প্রতিটি বিদ্যালয়ে ডাস্টবিন তুলে দেন।