অভিনব উদ্যোগ মুর্শিদাবাদ জেলার আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার বেলা ১টা থেকে অনুষ্ঠিত হলো ৯ব তম শিশু সংসদের সাধারণ নির্বাচন। পাঁচটা পদে অভিনব চিহ্ন নিয়ে ২০জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিল। স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরা ও তার সমাধান বের করাই স্কুল সংসদের কাজ। এতে শিশুদের মধ্যে নিজেদের দায়িত্ব সম্পর্কেও সচেতনতা বাড়ে। তাই নির্বাচনের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও।এক প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনে ব্যালটে ভোট দিয়ে শিশু সংসদের মন্ত্রীদের নির্বাচন করলো শিশুরা নিজেরাই।
প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে নির্বাচনী বিধি ও নির্বাচনের আক্ষরিক অর্থ বোঝাতে বিদ্যালয়ের শিক্ষক নিয়েছেন বিশেষ উদ্যোগ। ১০ই জানুয়ারি সম্পন্ন হল বেলডাঙ্গা চক্রের আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনের কাজ।
একেবারে গনতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটে ভোট দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নির্বাচিত করেছে তাদের প্রধান মন্ত্রী ও অন্যন্য মন্ত্রী পারিষদবর্গ। নির্বাচন তালিকা, রঙিন ব্যালট পেপার, নির্বাচন নিবন্ধীকরণ, ভোটার কার্ড, ভোটার স্লিপ, ব্যালট বক্স, ভোটদান কক্ষ সব আয়োজন ছিল। আর ভোট নিল যামিনী রায় পুরস্কার প্রাপ্ত নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয় ও শিশু মিত্র বিদ্যালয় মনিন্দ্রনগর নিগরবালা প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিশু সংসদের মন্ত্রীরা। ভোট অফিসার হিসেবে তারাই দায়িত্ব পালন করে। ছিল নিরাপত্তা রক্ষী। সম্পূর্ণ বালিকা পরিচালিত বুথে নির্ভয়ে ও শান্তিতে ভোট দেয় ১৩০জন শিক্ষার্থী।
পিকু মণ্ডল - ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রী,বাবাই মণ্ডল স্বাস্থ্য মন্ত্রী,মণিকা মণ্ডল খাদ্যমন্ত্রী,রূপসা মণ্ডল প্রধান মন্ত্রী ও বিশ্বজিৎ মুখার্জী পরিবেশ ও শিক্ষা মন্ত্রী হিসাবে জয় লাভ করে।বিদ্যালয়ের এই উদ্যোগকে গ্রামবাসী সাধুবাদ জানিয়ে বলেছেন,আমরা আপ্লুত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত কে পেয়ে। একের পর এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেই চলেছেন। এই নির্বাচন ঘিরে শিশুদের মধ্যে অনেক জিজ্ঞাস্য থাকে,যা অনেক ক্ষেত্রেই আমরা শিশুদের বোঝাতে পারিনা। বিদ্যালয়ে এভাবে নির্বাচন শিশুদের সকল কৌতুহল মেটাল।
বিস্তারিত দেখুন ভিডিওতে-
বিস্তারিত দেখুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊