সংবাদ একলব‍্য, ওকড়াবাড়ী, ২৩শে জানুয়ারী: CIRCLE সংস্থার তরফ থেকে ওকড়াবাড়ী বুক ক‍্যাফে শাখার সহযোগিতায় ওকড়াবাড়ী অঞ্চলের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠরত মোট ৮ জন শিক্ষার্থীকে বই প্রদান করা হল। এদিন উপস্থিত ছিলেন CIRCLE CEO আরিফ হোসেন মহাশয়, সার্কেল সভাপতি আব্দুল রফিক মহাশয়, সিআই দীপক বর্মনসহ সদস‍্যদের সকলেই। এছাড়াও, ওকড়াবাড়ী বুক ক‍্যাফে শাখার ম‍্যানেজার লুৎফর মিঞা পাটোয়ারী, স্থানীয় রাজ কম্পিউটার সেন্টারের জাকির হোসেন (আদুল) সহ আরো অনেকে। প্রায় সকাল ১২টা ৩০ মিনিট নাগাদ ওকড়াবাড়ী বুক ক‍্যাফের সম্মুখে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। 



CIRCLE এর CEO আরিফ হোসেন মহাশয় বলেন, "এলাকার দুঃস্থ শিক্ষার্থীরা বই, পুস্তকের অভাবে সঠিকভাবে পড়াশুনা করতে পারছে না। তাদের উৎসাহিত করে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসার জন‍্য আমাদের এই উদ‍্যোগ।" তিনি উপস্থিত শিক্ষার্থীদের ভালো করে পড়াশুনা করার পরামর্শ দেন এবং তাঁদের সাথে থাকার আশ্বাস দেন। আগামীদিনে পড়াশুনা করতে কোনো সমস‍্যা হলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। 

দশম শ্রেণির ফিরদৌস রহমান নামে এক শিক্ষার্থী জানান, আরিফ স‍্যার ও CIRCLE এর এমন উদ‍্যোগ আমাদের পড়াশুনায় আগ্রহী করে তুলতে সাহায‍্য করবে। ওনাদের অনুপ্রেরনায় আমরা সঠিক দিশায় পাড়ি দেওয়ার চেষ্ঠায় আছি।