Pic source: telegraph india 

নাগরিকত্ব আইনের বিপক্ষে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, মিছিল সমাবেশ। কলকাতা থেকে দিল্লী সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলছেই। CAA এর বিরোধীতায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক মহল। এমনকি রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও CAA এর বিরোধীতা করছে। এরই মাঝে নেতাজীর জন্ম বার্ষিকীতে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 


নেতাজি সুভাষচন্দ্র বসু বর্তমানে বেঁচে থাকলে আজ দেশের এমন অবস্থা হত না ৷ তিনি থাকলে আজ নাগরিকত্ব আইন জারি হত না ৷ নেতাজি জন্মবার্ষিকীতে এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷


নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বলতে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, নেতাজি সর্বধর্ম সমন্বয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ৷ আজ তিনি থাকলে এই CAA হতোই না ৷ যারা এই সব আইন করে দেশভাগের চক্রান্ত করছেন, তারা নেতাজিকে অপমান করছেন ৷’